Blog Movement

This blog has been moved to this address: http://thefundoowriter.wordpress.com/

Please visit: http://thefundoowriter.wordpress.com/

Sorry for your inconvenience...

কিছুই কল্পনা নয়

Posted by Abhinaba On 1:41 AM

জানিনা কেন করছি, জানিনা কি করছি তবে কিছু করতে হবে ভেবেই যে করছি তা কিন্তু নয়। আমাকে আমার এক বান্ধু বলেছিল কদিন আগে যে আমি নাকি খুব ভালো মানুশ চিন্তে পারি। আমি জানিনা সেটা কততা সত্য কিন্তু এটা ঠিক যে আমি অনেক দিন ধরেই ভেবেছি যে জাদের আমি চিনি তাদের জীবন কে জদি সবার সামনে তুলে ধরা জায় তাহলে প্রত্যেক টা জীবনি একটা কাহিনী হয়ে উঠবে। তবে এটা ঠিক যে সে কাহিনী হয়তো একদিনে শেষ হবেনা আর কাহিনী আগে নিয়ে জাওয়ার জন্য ধীরতা দরকার, আর দরকার কিছুটা কল্পনা।

মামলা এবং

এখানে একটা কথা চলে আসে মামলার বিষয়ে। কারোর জীবন নিয়ে লিখলেই ত হলনা বাবু অনেক কিছু জটিলতা থাকে। জ়াকে নিয়ে লিখলাম তার পছন্দ না হলে কি হবে, সে তো আমায় পেটাতে ও পারে, আবার খুব খারাপ হলে মামলাও করতে পারে।

সমাধান সুত্র

আমার বন্ধুর তো অভাব নেই তাই আমি এটাই ভাবলাম শুরু করি অবাঙ্গালী দের নিয়ে। ব্যাটারা বাংলা পরবেও না আর জানবেও না।

গুরু ফাটাফাটি...

1 Comment

  1. Joy Bhadra Said,

    eta 20 march e likhechis amake mail koris ni.....

    good sperit..... good skill,,, chaliye ja

    Posted on March 25, 2009 at 6:29 AM

     

Post a Comment